Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, মসজিদের ইমাম গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২২, ০৯:২৫ PM
আপডেট: ০৬ এপ্রিল ২০২২, ০৯:২৬ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিয়ের কথা বলে কিশোরীকে ধর্ষণের মামলায় মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। ওই কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে পলাতক ছিলেন ইমাম।

বুধবার (৬ এপ্রিল) ভোরে মতলব উত্তর উপজেলার কালীপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে মতলব উত্তর থানা পুলিশ। দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার মাহবুব আলম (২৮) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোগলাকান্দি গ্রামের আমির হোসেন মোল্লার ছেলে। মতলব উত্তর উপজেলার সানকিভাঙা বায়তুল আমান জামে মসজিদে ইমামতি করেন তিনি।

পুলিশ ও কিশোরীর পরিবার জানায়, আট-নয় মাস ধরে বিয়ের কথা বলে সানকিভাঙার ওই কিশোরীকে ধর্ষণ করে আসছিল ইমাম মো. মাহবুব আলম। বর্তমানে কিশোরী সাত মাসের অন্তঃসত্ত্বা। গত ২৯ মার্চ ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজনের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়েছিল। কিন্তু কোনও সমাধান হয়নি। এ সুযোগে ইমাম গাঢাকা দেন। গত ৩১ মার্চ কিশোরীর মা বাদী হয়ে মতলব উত্তর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ‘আসামিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Bootstrap Image Preview