Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যোগীর টুইটার হ্যাক ডিপিতে বানরের ছবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২২, ০৫:৫৩ PM
আপডেট: ০৯ এপ্রিল ২০২২, ০৫:৫৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের টুইটার অ্যাকাউন্ট ‘হ্যাক’ হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত থেকে হঠাৎ সেই অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। তারপর সেখানে গরু, বানর ও অন্যান্য কিছু প্রাণীর ছবি দেয় হ্যাকাররা।

দেখা গেছে, যোগী আদিত্যনাথের টুইটার হ্যান্ডেলের ডিপি অর্থাৎ সামনের ছবিতে রয়েছে একটি বানরের ছবি।ওই অ্যাকাউন্ট থেকে কয়েক ঘণ্টায় প্রায় ৩০০ টুইট করা হয়েছে। শুধু তা-ই নয়, পুরনো টুইট মুছেও দেওয়া হয়েছে বেশ কয়েকটি।পরে অবশ্য আদিত্যনাথের টুইটার অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। মুখ্যমন্ত্রীর অফিস থেকে হ্যাকারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।  

অভিযোগ উঠেছে, শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ টুইটার হ্যান্ডেলটি হ্যাক করা হয়েছিল। তখন তা মুখ্যমন্ত্রীর অফিসের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।যোগী আদিত্যনাথের টুইটার অ্যাকাউন্টে ৪০ লাখের বেশি ফলোয়ার রয়েছে। এমন ঘটনায় তাই নড়েচড়ে বসেছে রাজ্যের প্রশাসন। সিএমও অফিস থেকে জানানো হয়েছে, যে বা যারা এ কাজ করেছে তাদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে।
 

Bootstrap Image Preview