বরিশালের বানারীপাড়ায় একটি গ্রামে এক নববধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। রাতে স্বামী কর্মস্থল থেকে ঘরে ফিরে দেখেন প্রতিবেশী যুবক হাসান তাঁর স্ত্রীকে হাত-মুখ বেঁধে ধর্ষণ করছে।
জানা গেছে, উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ওই গ্রামের গৃহবধূ ১০ এপ্রিল রবিবার রাত ৮টার দিকে এশার নামাজের জন্য টিউবওয়েল থেকে ওজু করে ঘরে ফেরেন। এ সময় পার্শ্ববর্তী বাড়ির সহিদের ছেলে হাসান (২৫) দরজা খোলা পেয়ে ঘরে প্রবেশ করে গৃহবধূর হাত-মুখ বেঁধে ফেলে জোরপূর্বক ধর্ষণ করে।
এ সময় নববধূর স্বামী (২৪) কর্মস্থল থেকে ঘরে ফিরে স্ত্রীকে ধর্ষণের দৃশ্য দেখে হাসানকে জাপটে ধরে চিৎকার করেন। একপর্যায়ে ধর্ষণকারীর মা-বোনসহ স্বজনরা এসে স্বামীকে মারধর করে তাকে ছিনিয়ে নিয়ে যায়।
খবর পেয়ে ওই ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য মনোয়ারা বেগম গৃহবধূকে উদ্ধার করে বানারীপাড়া থানায় নেন এবং স্বামীকে স্থানীয়রা বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় বানারীপাড়া ফেরিঘাটে ধর্ষণকারীর পক্ষের লোকজন তাদের ওপর দ্বিতীয় দফা হামলার চেষ্টা করে।
'মামলা দায়েরের প্রস্তুতি চলছে' জানিয়ে বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, 'তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। '