Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আদালতে গলায় ছুরি চালিয়ে যুবকের আত্মহননের চেষ্টা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২, ০৩:৫২ PM
আপডেট: ১১ এপ্রিল ২০২২, ০৩:৫২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে ঢুকে এক যুবক গলায় ছুরি চালিয়ে আত্মহননের চেষ্টা করেছেন বলে জানিয়েছে পুলিশ। ৩০ বছর বয়সী ওই যুবকের নাম মো. জাফর। তিনি নগরীর সদরঘাট থানার মাদারবাড়ী এলাকার বাসিন্দা।

সোমবার বেলা ১২টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেনাজ রহমানের আদালতে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের উপপরিদর্শক আবছার উদ্দিন রুবেল।

তিনি বলেন, ‘ওই যুবক কোনো মামলার আসামি না। তিনি কিছুটা মানসিক সমস্যাগ্রস্ত। এজলাসে ঢুকে তিনি বিচারকের সঙ্গে দেখা করতে চান। কিন্তু সংশ্লিষ্টরা তাকে বের করে দেয়ার চেষ্টা করায় পকেট থেকে ছুরি বের করে গলায় ঠেকিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় কোর্টপুলিশ তাকে আটক করে।’ ঘটনার পর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে বলে জানান তিনি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, “আমরা কথা বলে বুঝতে পেরেছি ওই যুবক একজন মানসিকরোগী। সে আদালতে ঢুকে বলে ‘আমার কিছু কথা আছে, না শুনলে গলায় ছুরি দিয়ে মরে যাব।’ এর সঙ্গে সঙ্গেই ছুরি বের করে গলায় চালানোর চেষ্টা করে। তখন পুলিশ তাকে ছুরিসহ আটক করেন। এ সময় তার গলায় ছুরির হালকা পোঁচ লাগে, এখন আমাদের হেফাজতে আছে।”

Bootstrap Image Preview