Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ করে অটোরিকশাচালক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২, ০৯:৪৫ PM
আপডেট: ১১ এপ্রিল ২০২২, ০৯:৪৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বাগেরহাটের ফকিরহাটে চার মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে রাতে একা পেয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক অটোরিকশা চালকের বিরুদ্ধে। ভুক্তভোগী গৃহবধূ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন দিয়ে এ অভিযোগ করেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর তৎপরতায় বাগেরহাট সদর থানা অভিযুক্ত অটোরিকশা চালক মাহামুদুল হাসানকে (২৩) গ্রেফতার করা হয়।

সোমবার (১১ এপ্রিল) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বামী অসুস্থ হয়ে পড়ে আছেন খুলনায়। স্বামীর ফোন পেয়ে বাগেরহাট থেকে রাতে রওনা দিয়েছিলেন এক গৃহবধূ। তাকে একা পেয়ে অটোরিকশাচালক রাস্তার পাশে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এমন অভিযোগ করে বাগেরহাট সদরের সুগন্ধি গ্রাম থেকে এক গৃহবধূ রোববার বিকেলে ৯৯৯ নম্বরে ফোন করেন।

ভুক্তভোগী গৃহবধূ বলেন, গত ৮ এপ্রিল ধর্ষণের শিকার হয়েছিলেন। পরে তিনি অসুস্থ হয়ে পড়ায়, স্বামী অসুস্থ থাকায় ও লোকলজ্জার ভয়ে এ ঘটনা কাউকে জানাননি। পরে স্বামীকে ঘটনাটি জানালে স্বামীর পরামর্শে তিনি ৯৯৯ নম্বরে ফোন করেন। এক পর্যায়ে ভুক্তভোগী গৃহবধূ তার স্বামীর সঙ্গে ৯৯৯ এর কথা বলিয়ে দেন।

তিনি আরও জানান, ৯৯৯ এর কলটেকার কনস্টেবল কে এম মাহফুজুর কলটি রিসিভ করেছিলেন। কনস্টেবল মাহফুজ তাৎক্ষণিকভাবে বাগেরহাট সদর থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন। পরে সদর থানাধীন চুলকাঠি তদন্ত কেন্দ্র পুলিশের একটি দল ভুক্তভোগীর দেওয়া তথ্য ও বর্ণনা অনুযায়ী অটোরিকশা চালক মাহামুদুল হাসান গ্রেফতার করে। ধর্ষণের ঘটনাস্থল বাগেরহাটের ফকিরহাট থানাধীন স্থানে হওয়ায় অভিযুক্তকে ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। ফকিরহাট থানার এস আই বেলাল হোসেন ৯৯৯-কে বিষয়টি নিশ্চিত করেন। এ সংক্রান্তে ফকিরহাট থানায় একটি মামলা করা হয়েছে।

Bootstrap Image Preview