Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাহবাজকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২, ০১:৩১ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০২২, ০১:৩১ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


পকিস্তানের নব-নির্বাচিত প্রধানমন্ত্রী মিয়ান মুহাম্মদ শেহবাজ শরীফকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে ইসলামাবাদ বরাবর পাঠানো লিখিত অভিনন্দন বার্তায় বাংলাদেশের সরকার প্রধান দু'দেশের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। এ সংক্রান্ত এক টুইট বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোর দিয়ে বলেন, অভিন্ন স্বার্থের জন্য আমাদের চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করতে গোটা অঞ্চলকে একসঙ্গে কাজ করতে হবে।

প্রসঙ্গত, পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজের (পিএমএল–এন) সভাপতি শেহবাজ শরীফ। সোমবার বিকেলে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে তার পক্ষে ১৭৪টি ভোট পড়ে। এক দিন আগে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারানো ইমরান খানের দল পাকিস্তান তেহেরিক–ই–ইনসাফের (পিটিআই) নেতারা এ সময় অধিবেশন বর্জন করেন। পার্লামেন্টে এই ভোটাভুটিতে শেহবাজ শরীফের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন পিটিআইয়ের সহসভাপতি ও সদ্য বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।

তার নেতৃত্বে পিটিআইয়ের আইনপ্রণেতারা অধিবেশন বর্জন করায় শেহবাজের আর কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না। সংখ্যাগরিষ্ঠতা পেতে ১৭২ সদস্যের সমর্থনের প্রয়োজন হলে শেহবাজ আরও দু'টি ভোট অর্থাৎ ১৭৪ জনের রায় পান।ভোটাভুটির পর পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিভিন্ন অভিযোগে স্বেচ্ছায় বিদেশে নির্বাসিত জীবনযাপনকারী দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছোট ভাই শেহবাজ শরীফ।

Bootstrap Image Preview