নারায়ণগঞ্জের আড়াইহাজারে 'মজা খাওয়ানো'র কথা বলে সাড়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে বুধবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এর আগে গত সোমবার উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম শুক্কুর আলী। তিনি ওই এলাকার আমির আলী ছেলে।
নির্যাতিত শিশুর বাবা জানান, সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে তার মেয়ে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত শুক্কুর আলী শিশুটিকে 'মজা খাওয়ানো'র কথা বলে কৌশলে তার বসত ঘরে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। অসুস্থ অবস্থায় শিশুটি বাড়ি ফিরে পরিবারের লোকজনের কাছে বিষয়টি জানায়। পরে স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি মীমাংসার জন্য তাকে চাপ প্রয়োগ করে এবং থানায় যেতে নিষেধ করে কালক্ষেপন করে। পরে আড়াইহাজার থানায় গিয়ে অভিযোগ করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছেন বলেও জানিয়েছেন ভুক্তভোগী শিশুটির বাবা।
এ ব্যপারে থানার ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে ইতোমধ্যে মাঠে নেমেছে। শিশুটিকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হচ্ছে।