Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মিথিলার পোশাক নিয়ে নোংরা মন্তব্যের ছড়াছড়ি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২, ০৪:৩৪ PM
আপডেট: ১৩ এপ্রিল ২০২২, ০৪:৩৪ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


 রাফিয়াথ রশীদ মিথিলা বছরের নানা সময়ে পোশাক নিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন। ফের পোশাক নিয়ে নোংরা মন্তব্যের কবলে এই অভিনেত্রী।

মঙ্গলবার (১২ এপ্রিল) মিথিলা তার ইনস্টাগ্রাম ও ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন। মূলত, এগুলো ফটোশুটের ছবি। কলকাতার সানন্দা ম্যাগাজিনের জন্য করেছেন তিনি। এসব ছবিতে আবেদনময়ী রূপে ফ্রেমবন্দি হয়েছেন মিথিলা। তবে নেটিজেনরা এসব ছবি নিয়ে ঘোর আপত্তি জানিয়েছেন। যদিও আপত্তির কোনো কারণ তারা ব্যাখ্যা করেননি। কিন্তু নোংরা ভাষায় মন্তব্য করছেন।

শান্ত শাহরিয়ার নামে একজন লিখেছেন, ‘মানবতার দেওয়াল থেকে তাকে একটা লুঙ্গি দেওয়া হোক।’ রাকিবুল হাসান লিখেন, ‘শেষ বয়েসেও এসব পোশাক পরতে হয়!’ হাবিব রেহমান লেখেছেন, ‘কাপড় মাত্র হাঁটুর উপর অবদি উঠেছে। চিন্তার কিছু নেই খুব শিগগির আমরা উনাকে বিকিনেতে দেখতে পাবো।’ কেউ কেউ তাকে সানি লিওনের প্রো ম্যাক্স বলেও মন্তব্য করেছেন।

তা ছাড়া অসংখ্য মন্তব্য রয়েছে যা প্রকাশের অযোগ্য। তবে বরাবরের মতো এবারো সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি মিথিলা।

কলকাতার দেবালয় ভট্টাচার্য নির্মাণ করছেন ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’। এতে অভিনয় করেছেন মিথিলা। এই ওয়েব সিরিজ নিয়ে বেশ কিছু দিন ধরে আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী। গত ২৭ জানুয়ারি কলকাতার কালীঘাটে পূজা দিয়ে সিরিজটির শুটিং শুরু করেন নির্মাতা। চলতি মাসের শেষে অথবা মে মাসে সিরিজটি মুক্তির সম্ভাবনা রয়েছে।

শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নিয়ে নির্মিত হচ্ছে ‘মায়া’। এর নাম ভূমিকায় দেখা যাবে মিথিলাকে। রাজর্ষি দে পরিচালিত এ সিনেমার শুটিং গত আগস্টে শেষ হয়েছে। টলিউডে এটিই মিথিলার প্রথম কাজ। এছাড়াও পরিচালক রিঙ্গো ব্যানার্জির ‘অ্যা রিভার ইন হেভেন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মিথিলা। এতে তার বিপরীতে দেখা যাবে ববি চক্রবর্তীকে। 

Bootstrap Image Preview