Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘আমার মন খারাপ’ পোস্ট নিয়ে যা বললেন মোস্তাফা জব্বার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২২, ১০:১৮ PM
আপডেট: ১৮ এপ্রিল ২০২২, ১০:১৮ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনের সূত্র ধরে গত দুদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বক্তব্যটি ভাইরাল -  ‘আমার মন খারাপ’ পোস্ট দিলে শাস্তি হবে।

এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ট্রোল।  

এ ধরনের বক্তব্যকে জঘন্য মিথ্যাচার ও অপপ্রচার বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্ট দিয়ে এ কথা জানান তিনি।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর সেই পোস্ট পাঠকের উদ্দেশ্যে তুলে ধরা হলো -

গত দুদিন ধরে ফেসবুকে একটি দৈনিক পত্রিকার খবর অনুসারে ট্রোল করা হচ্ছে যে ফেসবুকে ‘আমার মন খারাপ’ পোস্ট দিলে শাস্তি হবে। এই খবরটি একটি জঘন্য মিথ্যাচার ও অপপ্রচার। খসড়া নীতিমালায় এমন কোন বাক্য নেই। যারা বিভ্রান্ত হচ্ছেন তাদের জন্য জানাচ্ছি যে, বিটিআরসি একটি নীতিমালার প্রথম খসড়া তৈরি করেছে যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ওটিটি প্লাটফর্মে ডিজিটাল অপরাধ প্রতিরোধ করা যায়। এটি উচ্চ আদালতের নির্দেশে করা হয়েছে। এর ওপর মতামত দিতে বলা হয়েছিল। এখন অংশীজনদের মতামত নেওয়া হচ্ছে। এরপর এটি আদালতে পেশ করা হবে এবং আদালত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

Bootstrap Image Preview