মধ্যরাতে রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ চলছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।
ঘটনার জেরে মিরপুর রোডের যান চলাচল বন্ধ রয়েছে। চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
তবে কী কারণে এ সংঘর্ষের সূত্রপাত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জানতে চাইলে নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) রুমী কাবরেজ বলেন, ‘ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সেখানে সংঘর্ষ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে আমাদের সিনিয়র অফিসার এবং থানার পেট্রোল টিম অবস্থান নিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।’