রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও দুই ব্যবসায়ী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ১২টার দিকে উত্তপ্ত এ পরিস্থিতির সৃষ্টি হয়। রাত ৩ টা বাজেও এই সংঘর্ষ চলমান রয়েছে। সামনাসামনি অবস্থানে রয়েছে শিক্ষার্থী-পুলিশ। যদিও সংঘর্ষের সুনিদ্রিষ্ট কারণ এখনও জানা যায়নি।
এদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ধানমন্ডি হকার্স মার্কেট ও ঢাকা কলেজের সামনে অবস্থান করছেন। অন্যদিকে, ব্যবসায়ীরা চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছেন। তারা নিজ নিজ অবস্থান থেকে ইটপাটকেল নিক্ষেপ করছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ১২টা ৪০ মিনিটের দিকে রমনা জোনের এডিসি হারুন-অর রশিদ ও অন্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। রাত পৌনে ১টার দিকে যোগ দেয় অতিরিক্ত পুলিশ। তারা ঢাকা কলেজের শিক্ষার্থীদের লক্ষ্য করে ১৫-২০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেন।
এখনও সংঘর্ষ চলছে বলে জানান তিনি।
সংঘর্ষের জেরে মিরপুর রোডের যান চলাচল বন্ধ রয়েছে। চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
এদিকে নিউমার্কেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাহেব আলি বলেন, ‘রাত ১২টার দিকে ব্যবসায়ী ও ছাত্রদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ব্যবসায়ী ও ছাত্রদের দুই দিকে সরিয়ে দিয়েছি। কিন্তু কলেজ প্রান্ত থেকে ছাত্ররা ইট-পাটকেল ছুঁড়ে মারছে।’
সংঘর্ষ বাধার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে সে সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই। তবে যতটা শুনেছি, নিউমার্কেটে একটি ফাস্টফুডের দোকানের দুই কর্মচারীর মধ্যে ঝগড়া বাধে। এ সময় তাদের একজন গিয়ে ছাত্রদের ডেকে আনে। ছাত্ররা ওই দোকানে গেলে ব্যবসায়ীদের সঙ্গে তাদের ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।’
তবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের দাবি, কলেজের মাস্টার্স হলের দুই ছাত্রকে মারধর করেন নিউমার্কেটের ব্যবসায়ীরা। খবর পেয়ে কলেজের শিক্ষার্থীরা মার্কেটের সামনে এলে ব্যবসায়ীরা তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ ব্যবসায়ীদের পক্ষ নিয়ে তাদের দিকে একের পর এক টিয়ারশেল ছুড়ছে। সুযোগ পেয়ে ব্যবসায়ীরা পুলিশের পাশে দাঁড়িয়ে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছে।
রাত দেড়টার দিকেও নিউমার্কেটের ব্যবসায়ীরা চন্দ্রিমা মার্কেটের সামনে অবস্থান নিয়ে থাকেন। আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছিলেন কলেজের প্রধান ফটকের সামনে।
রাত সোয়া ১টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, নিউমার্কেটের সামনে পুলিশের সঙ্গে অবস্থান করছেন ব্যাবসায়ীরা। আর কলেজের সামনে অবস্থান করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। কিছুক্ষণ পরপরই শিক্ষার্থীরা পাথর নিক্ষেপ করছেন। ককটেলও ছোঁড়া হচ্ছে। পুলিশ পাল্টা গ্যাসগান ছুড়ছে। আর পুলিশের পাশে দাঁড়িয়েই ব্যবসায়ীরা শিক্ষার্থীদের দিকে পাথর ছুড়ছেন।
এদিকে রাত দেড়টার দিকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসে। এরপর রাত ১টা ৪০ মিনিটের দিকে পুলিশ অ্যাকশনে যায়। পুলিশ টিয়ার গ্যাস ছুড়তে ছুড়তে চন্দ্রিমা মার্কেটের সামনে থেকে ঢাকা কলেজের দিকে অগ্রসর হলে পুলিশকে লক্ষ্য করে শিক্ষার্থীরা পাথর ও ককটেল ছুড়তে থাকে।
রাত ১টা ৪৫ মিনিটের দিকে ঘটনাস্থলে হাজির হয় পুলিশের জলকামান ইউনিট৷ এরপর পুলিশ এই ইউনিটকে সঙ্গী করে ঢাকা কলেজের দিকে অগ্রসর হয়।