প্রায় তিন ঘণ্টাব্যাপী নিউ মার্কেট এলাকার বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী-কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেলা ১টার পর ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য অ্যাকশনে গিয়েছেন। তবে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা এখনও মুখোমুখি অবস্থানে রয়েছেন।
এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেলা পৌনে ১টার দিকে ঘটনাস্থলে এসেছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য। জলকামান, টিয়ারগ্যাস নিয়ে পুলিশের একটি দল ঢাকা কলেজের দিকে এগুলেও চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে এসে দাঁড়িয়ে যায়। এ সময় মার্কেটের কর্মচারীরা পুলিশের সামনে এসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইট পাটকেল ছুঁড়তে থাকে। পুলিশ কর্মচারীদের পিছনে অবস্থান করছে।
পুলিশের পক্ষ থেকে জানিয়েছে তারা পরিকল্পনা করে সংঘর্ষ থামাতে চাইছে পুলিশ।
আজ সকাল ১১টা থেকে সংঘর্ষ ব্যাপক আকার নেয়। সকাল থেকেই ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। সংবাদ সংগ্রহ করতে গিয়ে অন্তত ৫ জন সংবাদকর্মী আহত হয়েছেন।