Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সমঝোতার ১ ঘণ্টার মাথায় আবার সংঘর্ষ শুরু, চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২২, ০৪:৫৬ PM
আপডেট: ১৯ এপ্রিল ২০২২, ০৪:৫৬ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীরা সমঝোতায় আসার পার আবারও সংঘর্ষ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সাড়ে ৪টার দিকে আবারও সংঘর্ষ শুরু হয়। এখনো ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

জানা গেছে, ঢাকা কলেজের ভেতরে অবস্থান করছে শিক্ষার্থীরা।

রাস্তায় থেকে ইটপাটকেল মারছে হকাররা। কলেজের দিকে টিয়ার শেল মারছে পুলিশ। সাড়ে ৪টার পর থেকে এই অবস্থা শুরু হয়। এখনো চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া।  

উল্লেখ্য, সোমবার রাত ১২টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ‘কথা-কাটাকাটির জেরে’ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় দুই শিক্ষার্থী ও দুই ব্যবসায়ী আহত হন। আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্যও।

এরপর মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে আবারও ঢাকা কলেজ শিক্ষার্থী ও নিউ মার্কেটের কর্মীরা সংঘর্ষে জড়ান। মুখোমুখি অবস্থান নিয়ে তাদের ইট-পাটকেল ছুড়তে দেখা যায়। ছাত্রদের অনেকে হেলমেট পরে হাতে লাঠি নিয়ে সংঘর্ষে জড়ান। 

Bootstrap Image Preview