Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মডেলকে ‘উত্যক্ত’ করে সাসপেন্ড হলেন দুই কনস্টেবল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ০২:৪১ AM
আপডেট: ২০ এপ্রিল ২০২২, ০২:৪১ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


রাজধানীর বনানীতে এক মডেলের সঙ্গে অশালীন আচরণ ও ইভটিজিং করার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাসপেন্ড করা হয়েছে। তারা দুই জন কনস্টেবল পদ মর্যাদার। 

পুলিশের গুলশান বিভাগের একজন এডিসির রানার ও চালক হিসেবে কর্মরত তারা।

জানা যায়, মঙ্গলবার বনানীর একটি হোটেলে পুলিশের ইফতার পার্টি ছিল। সেখানে যাচ্ছিলেন দুই কনস্টেবল। পথে ওই মডেলকে কটূক্তি করেন। এ সময় মডেলের সঙ্গে তার স্বামীও ছিলেন। ঘটনাস্থলেই ওই দম্পতি এর প্রতিবাদ করেন। তারা ফেসবুক লাইভ করে ঘটনাটির বিষয়টি অন্যদের জানান। 

ফেসবুকে লাইভে দেখা যায়, ওই মডেলের স্বামীর শার্ট ছেড়া। মডেল দাবি করছেন, তাদের গায়ে হাত তোলা হয়েছে।

এদিকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া কীভাবে ঘটনার সূত্রপাত তা বের করতে তদন্ত শুরু করা হয়েছে।

Bootstrap Image Preview