Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিএন‌পি‌র উপর অখু‌শি জার্মা‌নি, চেয়ারপারসনের কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ১২:৪০ PM
আপডেট: ২০ এপ্রিল ২০২২, ১২:৪০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বৈঠক নি‌য়ে বিএন‌পি‌র বক্ত‌ব্যে অখু‌শি জার্মা‌নি। এমনটিই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার। আজ বুধবার সকা‌লে জাতীয় প্রেসক্লা‌বে ডিকাব টক অনুষ্ঠা‌নে এ কথা জানান তিনি। র‌াষ্ট্রদূত জানান, মানবা‌ধিকার ও গণতন্ত্র নি‌য়ে তা‌কে উদ্ধৃত ক‌রে বিএন‌পি যে বক্তব‌্য দি‌য়ে‌ছে তা‌তে তি‌নি অখুশি।

গত ১৭ মার্চ ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টারের সঙ্গে প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ওই বৈঠক হয়। বৈঠ‌কের পর ব্রিফ ক‌রে‌ছি‌লেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠকের পর আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, আমাদের মধ্যে অনেক মিউচ্যুয়াল ইন্টারেস্ট আছে। দুই দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ককে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা তা নিয়েও আলোচনা হয়েছে। উন্নয়ন, বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, দেশের আইনের শাসনসহ সব কিছুই আসে আলোচনায়।  

বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্রের বিষয়ে রাষ্ট্রদূত কী বলেছেন- সাংবাদিকরা জানতে চাইলে খসরু বলেন, বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে বিশ্বব্যাপী সবাই অবগত আছে। এখানে নতুন করে বলার কিছু নেই। এগুলো নিয়ে বিশ্বব্যাপী আলোচনাও হচ্ছে। এসব ব্যাপারে উনারা কনসার্ন। বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাপী যে আলোচনা হচ্ছে উনারা (জামার্নি) তো তার একটা অংশ।  

আগামী নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে কি না- এবিষয়ে তিনি বলেন, নির্বাচন বাদে তো কোনো আলোচনা হতে পারে না। কারণ বাংলাদেশের আগামী নির্বাচনের বিষয়ে সারা বিশ্ব তাকিয়ে আছে। স্বাভাবিকভাবে উনারা জানতে চেয়েছেন, আগামী নির্বাচনে বাংলাদেশ কোথায় যাচ্ছে? সবার চোখ তো বাংলাদেশের দিকে। আগামী নির্বাচনে কী হতে যাচ্ছে? তারা (জার্মানি) চোখ রাখছে, তারাও দেখতে চাচ্ছে আগামী দিনে বাংলাদেশের নির্বাচন কোথায় যায়? উনাদেরও অবজারভেশন আছে।

Bootstrap Image Preview