Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চুরি হলো 'সোনার বাংলা'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ১২:৫৯ PM
আপডেট: ২০ এপ্রিল ২০২২, ১২:৫৯ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বগুড়ার ধুনট উপজেলায় কৃষকের গোয়াল ঘর থেকে গরু, ছাগল ও বোরো ধানের জমি থেকে সেচপাম্পের পর এবার 'সোনার বাংলা' নামে লাল রঙের একটি সৌখিন টাট্টু ঘোড়া চুরি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বুধবার ক্ষতিগ্রস্ত কৃষক আবু তাহের বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দের। আবু তাহের উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাঁতি গ্রামের আব্দুস সামাদের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, আবু তাহের সখের বসে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য টাট্টু ঘোড়া লালন-পালন করে আসছেন।

বর্তমানে তাঁর 'সোনার বাংলা' ও 'শান্ত বাবু' নামে দুটি ঘোড়া বিভিন্ন এলাকার প্রতিযোগিতায় অংশ নেয়। অন্যান্য দিনের ন্যায় শনিবার রাতে খাওয়ানো শেষে কৃষক নিজের বাড়ির গোয়াল ঘরে ঘোড়া দুটিকে বেঁধে রেখে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো একসময় ঘোড়াটি চুরি করে নির্বিগ্নে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনায় আবু তাহের বাদী হয়ে ধুনট থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বেতগাড়ী গ্রামের আয়নাল হকের ছেলে সাগরকে (৩০) আসামি করা হয়। ঘটনার পর থেকে সাগর পলাতক থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত একমাসে উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকের গোয়াল ঘর থেকে কমপক্ষে ১৫টি গরু, ৫টি ছাগল ও ফসলের মাঠ থেকে ৪টি সেচপাম্প চুরি করেছে দূর্বৃত্তরা। ধুনট থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন খান জানান, ঘোড়া চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে চুরি যাওয়া ঘোড়া উদ্ধারের চেষ্টা করা হবে।

Bootstrap Image Preview