Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পছন্দ না হওয়ায় হবু বরের গলায় ছুরি চালালেন কনে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২২, ০৬:৫৭ PM
আপডেট: ২০ এপ্রিল ২০২২, ০৬:৫৭ PM

bdmorning Image Preview


মেয়ের জন্য পাত্র পছন্দ করেছিলেন মা-বাবা। আগামী মাসে ঠিক করা হয় বিয়ের অনুষ্ঠানও।

এর মধ্যেই হবু বরকে চমকে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে গলায় চুরি চালালেন বিয়েতে নারাজ কনে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) ভারতের অন্ধ্র প্রদেশে এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

অন্ধ্র প্রদেশের ওই তরুণীর নাম পুষ্পা (২২)। আর আহত ব্যক্তি হলেন রামু নাইডু। তিনি কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (সিএসআইআর) একজন বিজ্ঞানী।

অন্ধ্র প্রদেশ পুলিশ জানিয়েছে, ছুরির আঘাতে রামুর গলায় গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

জানা গেছে, মা–বাবার পছন্দের পাত্র রামুকে বিয়ে করতে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন পুষ্পা। কিন্তু তারা এ আপত্তির কথা কানে তোলেননি।

এ অবস্থায় স্থানীয় একটি পাহাড়ের চূড়ায় রামুকে ডেকে নিয়ে তার গলায় ছুরিকাঘাত করেন পুষ্পা। এমনকি ছুরিকাঘাতের পর হবু বরকে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যান তিনি।

রামুর সঙ্গে দেখা করার আগে পুষ্পা তিনটি ছুরি কিনেছিলেন।

অন্ধ্র প্রদেশ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা এস গৌতমী বলেন, পুষ্পার বিরুদ্ধে অপরাধমূলক কোনো কাজের অভিযোগ থানায় নেই।

Bootstrap Image Preview