Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কিশোরীকে ১১ দিন আটক রেখে ইমামের ধর্ষণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২২, ১২:০১ AM
আপডেট: ২৩ এপ্রিল ২০২২, ১২:০১ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


নারায়ণগঞ্জের ফতুল্লায় এক কিশোরীকে (১৬) অপহরণের পর ১১ দিন আটক রেখে ধর্ষণের অভিযোগে একটি মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকালে ফতুল্লার মাসদাইর এলাকা থেকে শাহাদাৎ হোসেন (৪৩) নামে ওই ইমামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাওলানা মো. শাহাদাৎ হোসেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ফতেহপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। তিনি ফতুল্লার উত্তর মাসদাইর এলাকার কেতাবনগর জামে মসজিদের ইমাম ও পার্শ্ববর্তী  নুরানি হেফজখানার শিক্ষক।

এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, বাদীর ১২ বছর বয়সী ছেলে ওই ইমামের শিক্ষকতা করা মাদ্রাসায় লেখাপড়া করেন। এতে ওই ইমামের সঙ্গে কিশোরীর পরিচয় হয়। এ পরিচয়ে কিশোরীকে ৮ এপ্রিল রাতে রাস্তা থেকে অপহরণ করে বন্দরের নবীগঞ্জ নেওয়াজ মঞ্জিলের একটি বাসায় আটক রেখে একাধিকবার ধর্ষণ করে। পরে ১৯ এপ্রিল বিকালে কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়।

ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ুন কবির (২) জানান, কিশোরীর মায়ের অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতার করা হয়েছে।

Bootstrap Image Preview