Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নাহিদ হত্যা : শনাক্ত ২ জন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ০৩:৪৬ PM
আপডেট: ২৪ এপ্রিল ২০২২, ০৩:৪৬ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


নিউমার্কেটের ব্যবসায়ীদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে ডেলিভারিম্যান নাহিদ হোসেন (২০) হত্যার ঘটনায় জড়িত দু’জনকে শনাক্ত করেছে পুলিশ।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (নিউ মার্কেট জোন) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, একটি ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণ যাচাই-বাছাই করে পুলিশ দু’জনকে শনাক্ত করেছে।

তিনি বলেন, ঘটনার ভিডিও ফুটেজ যাচাই করে অন্য হামলাকারীদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।ডিলিংক কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান নাহিদ হোসেন নিউমার্কেটে সংঘর্ষের সময় গুরুতরভাবে আহত হয়ে গত ১৯ এপ্রিল মারা যান।

ওইদিন নীলক্ষেত মোড়ে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কয়েক দফা সংঘর্ষে নাহিদ ও মোরসালিন (২৬) নামে দুই যুবক নিহত এবং সাংবাদিক ও শিক্ষার্থীসহ ৩০ জনের বেশি আহত হন। এদিকে, সংঘর্ষের ঘটনায় ২১ এপ্রিল ১৩০০ জনেরও বেশি বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Bootstrap Image Preview