৩০ বছর বয়সেই ৪৬ সন্তানের বাবা হলেন আমেরিকার ক্যালিফর্নিয়ার বাসিন্দা কইল গর্ডি। এছাড়াও কয়েক মাসের মধ্যেই পৃথিবীতে আসতে চলেছে আরও ৯ সন্তান। তার ইচ্ছা বা লক্ষ্য রয়েছে ১০০ সন্তানের বাবা হবার।
কইল গর্ডি পেশায় একজন স্পার্ম ডোনার। সুস্থ-সবল সন্তানের জন্য ব্রিটেন এবং আমেরিকার বহু দম্পতি এখন তার সঙ্গে যোগাযোগ করছেন।
এক নারীকে তিনি প্রথম শুক্রাণু দান করেছিলেন। তিনি ছিলেন তার বন্ধু। সেই নারীর একটি পুত্র সন্তান হয়। এখন তার বয়স ৭ বছর। সম্প্রতি কেমব্রিজের একটি লেসবিয়ান দম্পতিকেও সাহায্য করেছেন তিনি। ২০১৪ সালে প্রথমবার স্পার্ম ডোনেট করেন কইল।
বিশ্বের অনেক মানুষ স্বেচ্ছায় স্পার্ম ডোনেট করেন। অনেক দেশেই এখন এটি বৈধ। এমনকি হাসপাতালগুলোর মাধ্যমেই এই স্পার্ম কালেক্ট করা হয় এবং সেগুলো নিঃস্বন্তান দম্পতি বা যারা নিতে ইচ্ছুক তাদের দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রেই একে অপরের পরিচয় জানেন না।
তবে কইল তার স্পার্ম ডোনেট করেন সরাসরি নিজেই। কোনো সংস্থার মাধ্যমে নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সঙ্গে অন্যরা যোগাযোগ করেন।