হবিগঞ্জের মাধবপুরে প্রেমের সম্পর্ক ভেঙ্গে ফেলায় এক কিশোরীকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে বখাটেরা। ওই কিশোরী এখন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে।
গত ১৭ এপ্রিল রাতে সেহরী খাওয়ার সময় কিশোরী টিউবওয়েলে হাত-মুখ ধুতে গেলে আগে থেকে উৎ পেতে থাকা বখাটে যুবক সুমন মিয়া (১৫), নাঈম হোসেন(১৬) ও আরও চার যুবক কিশোরীর ওপর হামলা করে জানিয়েছে তার পরিবার।
গুরুতর আহত অবস্থায় কিশোরীকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পরে কতর্ব্যরত চিকিৎসক সিলেট ওসমানী হাসপাতালে পাঠান।
পরে কিশোরীর পরিবার সুমন মিয়া ও নাঈম হোসেনসহ ৬ জনের নাম উল্লেখ করে ২৩ এপ্রিল মাধবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সেই অভিযোগ সোমবার রাতে মামলা হিসেবে নিয়েছে মাধবপুর থানা।
মাধবপুর চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ এসব তথ্য জানিয়ে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।