Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফ্রিজ বিস্ফোরণ মা-বাবার পর চলে গেলো শিশু ফাতেমাও

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২, ০৩:১৩ PM
আপডেট: ২৬ এপ্রিল ২০২২, ০৩:১৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


রাজধানীর যাত্রাবাড়ী থানার কোনাপাড়া এলাকার একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে গুরুতর দগ্ধ মা-বাবার পর শিশুকন্যা ফাতেমা আক্তারও (২) মারা গেছে।

আজ মঙ্গলবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ।

এ নিয়ে পরিবারের তিনজনের মৃত্যু হলো।বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ভোর ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইয়ুব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকা থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়ে দগ্ধ মা-বাবার পর চিকিৎসাধীন অবস্থায় শিশু ফাতেমা আজ সকাল ৭টার দিকে মারা যায়। তার শরীর ৩৫ শতাংশ দগ্ধ ছিল।

গতকাল নিহত শিশুর মা ও বাবা দুই ঘণ্টার ব্যবধানে মারা যান। এ নিয়ে তিনজনই মারা গেল।ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Bootstrap Image Preview