Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঈদের আগে জয়ার রুপের আগুনে ঝলসে যাচ্ছে নেটপাড়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০২২, ০৩:১৩ PM
আপডেট: ০১ মে ২০২২, ০৩:১৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


মডেল ও অভিনেত্রী হিসাবে এপাড়-ওপাড় দুই জায়গাতেই তুমুল জনপ্রিয় জয়া আহসান। জয়া ভক্তদের জন্য নতুন খবর তিনি ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম পরিচালিত ‘ফেরেশতে’ সিনেমায় অভিনয় করছেন এক সংগ্রামী নারীর চরিত্রে। চমকপ্রদ বিষয় এই সিনেমার শুটিংয়ের সময় বিভিন্ন জায়গায় গেলেও মেকাপের ভিন্নতার জন্য কেউ চিনতে পারেনি স্বয়ং জয়াকে। তবে চিনতে পারুক বা না পারুক ফ্যাশন আর বিউটিতে ভক্তদের প্রভাবিত করার ক্ষেত্রে তারকা হিসাবে কম যান না তিনি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সম্প্রতি জয়ার আরো কয়েকটি নতুন লুক প্রকাশ পাওয়ায় সেই প্রমাণই মিলল। জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিন আইস টুডের প্রচ্ছদের জন্য মডেল হয়েছেন এই গুণী অভিনেত্রী ও মডেল। গৌতম সাহার ফ্যাশন ডিরেকশনে জয়ার ছবি তুলেন আলোকচিত্রী রনি রেজাউল।

অভিজাত ফ্যাশন লেবেল প্রিয়ালির গর্জাস লাহেঙ্গাতে ও শাড়িতে জয়ার মেকওভারের দায়িত্বে ছিল অরা বিউটি লাউঞ্জ।

ঈদের ঠিক আগ দিয়ে নতুন রূপে প্রিয় অভিনেত্রীকে দেখে উচ্ছ¡াস প্রকাশ করেছেন জয়া ভক্তরাও।

Bootstrap Image Preview