ঢাকার দোহার উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শুভ (১৫) ও হৃদয়(১৬) নামে দুই কিশোরকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। গ্রেপ্তারকৃত শুভ ও হৃদয় উত্তর জয়পাড়া এলাকার বাসিন্দা হালিম ও জালালের ছেলে। এ ঘটনায় দোহার থানায় মামলা হয়েছে।
দোহার থানার ওসি তদন্ত আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা মূত্রে জানা যায়, ওই কিশোরীকে বেশ কিছু দিন আগে গ্রেপ্তারকৃত শুভ ও হৃদয় পূর্ব পরিচয়ের সূত্রধরে একা পেয়ে উত্তর জয়পাড়া এলাকার একটি বাগান বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। মেরে ফেলার হুমকি দেওয়ায় বিষয়টি কাউকে জানায়নি ওই কিশোরী। পরে গত বুধবার কিশোরী তার মায়ের কাছে বিষয়টি জানায়।
কিশোরীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় কিশোরীর পিতা দোহার থানায় মামলা করলে দুই কিশোরকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে দোহার থানা পুলিশ। গ্রেপ্তারকৃত শুভ ও হৃদয়কে আদালতে সোপর্দ করা হবে। এছাড়া ওই কিশোরীকে হাসপাতালে পাঠানো হবে।