Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'গৃহস্থালী ফসল' হিসেবে বিনামূল্যে ১০ লাখ গাঁজা গাছ বিতরণ করবে সরকার!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২২, ০২:১০ PM
আপডেট: ১৩ মে ২০২২, ০২:১০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


'গৃহস্থালী ফসল' হিসেবে বিনামূল্যে ১০ লাখ গাঁজা গাছ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড সরকার। গাঁজা চাষকে বৈধতা দেওয়ার পর এবার জনগণকে গাঁজা চাষে উৎসাহ দিচ্ছে দেশটি। আগামী জুনে এসব গাঁজা গাছ বিতরণ করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। খবর নিউইয়র্ক পোস্ট।

গাঁজাকে থাইল্যান্ডের একটি অর্থকরী ফসল হিসেবে প্রচারের জন্যই সর্বশেষ এ পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। এর আগে, গত ৮ মে ‘গৃহস্থালী ফসল’ এর মতোই গাঁজা চাষের ইচ্ছা প্রকাশ করে ফেসবুক পোস্টের মাধ্যমে দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ পদক্ষেপের কথা জানান। নতুন নিয়ম কার্যকর হবে আগামী ৯ জুন থেকে।  

স্থানীয় সরকারকে অবহিত করে যে কেউ বাড়িতেই গাঁজা চাষ করতে পারবেন। তবে শুধু ওষুধ প্রস্তুতের উদ্দেশ্য সাপেক্ষেই গাঁজা চাষের অনুমতি দেওয়া হবে এবং গাছগুলো অবশ্যই মেডিকেল গ্রেড অনুযায়ী হতে হবে। এছাড়া, লাইসেন্স ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে গাঁজার ব্যবহার করা যাবে না।

দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে ২০১৮ সালে চিকিৎসা ও গবেষণার কাজে ব্যবহারের জন্য গাঁজাকে বৈধ ঘোষণা করে থাইল্যান্ড সরকার।

Bootstrap Image Preview