Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিধবা নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক, অন্তঃসত্ত্বা নারী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২২, ০৬:০৩ PM
আপডেট: ১৩ মে ২০২২, ০৬:০৩ PM

bdmorning Image Preview
প্রতীকী


রাজশাহীর বাঘায় বিয়ের প্রলোভনে এক বিধবা নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন। এ বিষয়ে পুলিশকে অবহিত করা হলে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার এক বিধবা নারীর সঙ্গে বিয়ের প্রলোভনে অবৈধ সম্পর্ক গড়ে তুলে সেন্টু নামে এক ব্যক্তি। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

এরপর তাকে বিয়ের জন্য বারবার বলা হলেও কোনো কর্ণপাত করেনি সেন্টু। বর্তমানে ওই নারী ৭ মাসের অন্তঃসত্ত্বা। কোনো উপায় না পেয়ে বৃহস্পতিবার বাঘা থানায় এসে পুলিশকে অবহিত করেন তিনি। পরে তাকে আদালতে মামলা করার পরামর্শ দিয়েছে পুলিশ। অভিযুক্ত সেন্টু আলী উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত আজের উদ্দিনের ছেলে।

এ বিষয়ে গড়গড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে অবগত রয়েছি। বিষয়টি স্থানীয়দের নিয়ে সমঝোতায় বসব।  

বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, এ বিষয়ে অবগত রয়েছি। তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

Bootstrap Image Preview