Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গোপন বৈঠক থেকে জামায়াতের ৪৫ নেতাকর্মী গ্রেপ্তার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০২২, ০৪:৪১ PM
আপডেট: ১৫ মে ২০২২, ০৪:৪১ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


নোয়াখালী জেলা শহরের একটি বেসরকারি স্কুলে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর ৪৫ নেতাকর্মীকে আটক করেছে সুধারাম থানার পুলিশ। তারা ওই একাডেমি ভবনের দ্বিতীয় তলার একটি শ্রেণিকক্ষে গোপন বৈঠকে মিলিত হয়েছিল।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহর মাইজদীর সংলগ্ন আল ফারুক একাডেমির দ্বিতীয় তলা থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিক আটককৃতদের নাম-ঠিকানা জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। তিনি জানান, রবিবার দুপুর ১২টার দিকে জেলার বিভিন্ন উপজেলার জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সুধারাম থানা এলাকার মাইজদী আল ফারুক একাডেমির দ্বিতীয় তলায় সরকারবিরোধী গোপন বৈঠক করার জন্য একত্র হয়। বৈঠক চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরো জানান, এ সময় আটকৃতদের কাছে থাকা ধর্মীয় উগ্রতা সৃষ্টিকারী বিভিন্ন ধরনের বই উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, ধর্মীয় উগ্রতাকে পুঁজি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সরকারবিরোধী ক্ষতিকারক বেআইনি কার্যকলাপের প্রস্তুতিমূলক অংশ হিসেবে এই গোপন বৈঠকের আয়োজন করা হয়েছিল। এ বিষয়ে আরো অনুসন্ধানসহ আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Bootstrap Image Preview