Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এটা ব্রটিশ ম্যাগনেটিক পিলার, নাকি মর্টারশেল?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০২২, ০৪:৪৬ PM
আপডেট: ১৫ মে ২০২২, ০৪:৪৬ PM

bdmorning Image Preview


লক্ষ্মীপুরে আম খুঁজতে গিয়ে পুকুরে 'ব্রিটিশ ম্যাগনেটিক' পিলার পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। পিলারটি দেখতে মর্টারশেলের মতো, আবার রকেট ল্যান্সারের মতোও মনে হচ্ছে। পিলারে 'NST' খোদাই করা রয়েছে। এ নিয়ে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়ে হয়েছে। এটা সেই ব্রটিশ ম্যাগনেটিক পিলার নাকি কোনো মর্টারশেল, তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।  

রবিবার (১৪ মে) সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরমনসা গ্রামের ফজু মিয়ার বাড়ির পুকুরে পিলারটি পাওয়া যায়।  

স্থানীয় সূত্র জানায়, পুকুরপারের গাছ থেকে আম পাড়ার সময় আমগুলো পানিতে পড়ে ডুবে যায়। এতে স্থানীয় বাসিন্দা মিতাব রহমানসহ কয়েকজন আম খুঁজতে পুকুরে নামেন। একপর্যায়ে 'NST' খোদাইকৃত লোহার পিলারটি পাওয়া যায়। তাৎক্ষণিক কৌতূহলবশত মানুষজন ওই বাড়িতে ভিড় জমায়। স্থানীয়রা ধারণা করছে, পিলারটি মহামূল্যবান বস্তু।

মিতাব রহমান বলেন, 'আম খুঁজতে গেলে পুকুরের মাটির নিচে পিলারটি পায়। এই প্রাচীন বস্তুটি এখানে কিভাবে এলো, এ নিয়ে প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। আর এটি ম্যাগনেটিক পিলার নাকি সাধারণ পিলার বুঝতে পারছি না। পিলারটি এখন আমার কাছেই রয়েছে। '

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন বলেন, 'ঘটনাটি আমাকে কেউ জানায়নি। খোঁজ নেওয়া হচ্ছে। ' 

কথিত আছে, ব্রিটিশ শাসনামলে বজ্রপাত থেকে বাঁচার জন্য এই প্রযুক্তির পিলারগুলো দেশজুড়ে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। একটি নির্দিষ্ট দূরত্ব পর পর ফ্রিকোয়েন্সি মেপে পিলারগুলো তখন স্থাপন করা হয়েছিল। সে সময় এসব পিলার রেডিও তরঙ্গের সাহায্যে ভূমি জরিপ, ম্যাপ প্রস্তুত ও বিমান চলাচলেও সহযোগিতা করত। এসব পিলারের কারণে বজ্রপাত হলেও মানুষ মারা যেত না বলে প্রবীণদের কাছ থেকে গল্প শোনা যায়।

Bootstrap Image Preview