Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাশিয়ার পারমাণবিক হামলা ঠেকাতে 'গোপন শহর' বানিয়েছে ফিনল্যান্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০২২, ০১:৩৫ PM
আপডেট: ১৬ মে ২০২২, ০১:৩৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির নিচে একটি 'গোপন শহর' বানানো হয়েছে। এ শহরে আছে সড়ক, খেলার মাঠ, সুইমিংপুল, হকি মাঠ, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। পারমাণবিকসহ যেকোনো যুদ্ধের মধ্যে ৯ লাখ মানুষ কয়েক মাস ধরে সেখানে আশ্রয় নিতে পারবে।আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে দেশজুড়ে বানানো হয়েছে ৫ হাজার বোমা শেল্টার, ৫০ হাজার বাংকার। ফিনল্যান্ড তাদের অনেক অব্যবহৃত জমি এ ক্ষেত্রে ব্যবহার করেছে। খবর ডেইলি মেইলের। 

দেশটির প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, আক্রমণ থেকে নিজেদের রক্ষার জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ফিনিশ ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনালের শীর্ষস্থানীয় গবেষক চ্যার্লি স্যালোনিয়াস-পাসটারনাক বলেন, ‘একটি ঐতিহাসিক ধারণা আছে, সব সময় আপনাকে প্রস্তুত থাকা উচিত। রাশিয়া ফিনল্যান্ডে আক্রমণ চালাতে পারে, এটি এ প্রজন্ম বা পরবর্তী প্রজন্ম—যেকোনো সময় হতে পারে।’

ফিনল্যান্ড তাদের অনেক অব্যবহৃত জমি এ ক্ষেত্রে ব্যবহার করেছে। হেলসিঙ্কি তাদের জনসাধারণের দৈনন্দিন ব্যবহারের জায়গাগুলোকে আশ্রয়কেন্দ্র, বোমা শেল্টার ও বাংকার বানিয়েছে। বাংকারে ভূগর্ভস্থ খেলার মাঠ, সুইমিংপুল, হকি খেলার মাঠ, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে।

রাশিয়ার পাশের দেশ ফিনল্যান্ড। এই দুই দেশের মধ্যে সীমান্ত আছে ৮০০ মাইল। এত দিন ন্যাটোতে যোগ দিতে চাইত না ফিনল্যান্ড। কিন্তু হঠাৎ ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর তিন মাসের কম সময়ের মধ্যে ফিনল্যান্ডের এ সিদ্ধান্ত এল।

Bootstrap Image Preview