পেটের দায়ে কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে দাঁড়িয়ে আম ভর্তা বিক্রি করছেন নাজমা আকতার। নাজমার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। দুইটি ফুটফুটে দুধের শিশুসহ নাজমাদের চারজনের সংসার। শিশু দুটি প্রায় সময় অসুস্থতায় ভোগেন। সংসারে আয় করার মতো কেউ নেই নাজমার। তাই বাধ্য হয়ে নিজেই সংসারের হাল ধরেছেন। লোকলজ্জার তোয়াক্কা না করে অদম্য মনোবল নিয়ে ঘরণী থেকে হয়ে গেছেন মাঠের বিক্রেতা।
প্রতিদিন কক্সবাজার সমুদ্র সৈকতে আম ভর্তা বিক্রি করেন তিনি। আর ফুটফুটে বাচ্চা দুটিকে প্রখর রৌদ্রে এভাবে শুয়ে ও বসিয়ে রাখেন তার পাশে। এখান থেকে যা আয় হয় সেটা দিয়েই চলে তার সংসার, অসুস্থ স্বামী ও সন্তানের চিকিৎসা।
সমুদ্র সৈকতের নাজমার আম বিক্রির ছবিটি প্রথম কেউ একজন ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন। ছবিটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
তার এই সিদ্ধান্তকে ইতিবাচক বলছেন ফেসবুক ব্যবহারকারীরা। সবাই একবাক্যে বলছেন, নাজমা আমাদের সমাজের সাহসী ও সংগ্রামী নারীর প্রতিক।