Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিয়ের পর স্বামীকে নিয়ে মুখ খুললেন সানাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মে ২০২২, ০৬:৪৭ PM
আপডেট: ৩১ মে ২০২২, ০৬:৪৯ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


একসময়ের আলোচিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব বিয়ে করেছেন। শুক্রবার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। পাত্র আবু সালেহ মুসা একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন বলে জানা গেছে। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরকুঠি এলাকার বাসিন্দা।

বিয়ের পর প্রথমবারের মতো সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া প্রকাশ করলেন এই মডেল, অভিনেত্রী।

তিনি লিখেছেন, ‘আর যে হাতটা সমাজ, সংসার সব কিছুর কথা ছেড়ে আমার হাতটা ধরলো। আমি সেই হাতটা সারাজীবনের জন্য ধরে রাখতে চাই। ’ 

এছাড়াও সানাই তার স্ট্যাটাসে তাদের জন্য দোয়া চেয়েছেন এবং তাড়াতাড়ি ওমরাহ করার ইচ্ছে প্রকাশ করেছেন।   

এই অভিনেত্রী গত এক বছর ধরে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে নিজেকে গুটিয়ে নিয়েছেন।   সানাই হয়তো তার স্ট্যাটাসে বুঝাতে চেয়েছেন তার অতীত কর্মকাণ্ড ঠিক ছিলো না। তার কর্মকাণ্ড জেনেও তাকে বিয়ে করায় স্বামীর হাত সারাজীবন ধরে রাখতে চান তিনি।

অভিনেত্রী হিসেবে ক্যারিয়ারে সুবিধা করতে পারেননি সানাই।   আলোচিত হওয়ার বদলে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সমালোচিতই হয়েছেন বেশি।  

Bootstrap Image Preview