রাজধানীর শাজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যার অন্যতম সন্দেহভাজন সুমন সিকদার ওরফে মুসা ওমানে আটক হয়েছেন।
তাকে দেশে ফেরত আনার জন্য ইন্টারপোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর (এনসিবি) মাধ্যমে ওমান পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পুলিশের একটি দলের চলতি সপ্তাহেই ওমান যাওয়ার কথা রয়েছে।
বাংলাদেশে এনসিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মহিউল ইসলাম বলেন, ‘মুসা ওমানে আটক হয়েছেন। ওমানে ইন্টারপোলের এনসিবি শাখার সঙ্গে আমরা যোগাযোগ করছি এবং অ্যাম্বাসির সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি তাকে দেশে ফিরিয়ে আনতে পারব বলে আশা রাখি।’
ওমানের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি নেই। দুই দেশের সম্পর্ক ও বিভিন্ন চুক্তির ভিত্তিতে মুসাকে দেশে ফিরিয়ে আনার জন্য কাজ চলছে বলে জানান এই কর্মকর্তা।
এআইজি মহিউল ইসলাম বলেন, ‘ওমানে মুসা বেশ কয়েক দিন ধরেই সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।’
মুসা ওমানে কত তারিখ আটক হয়েছেন, তা জানা নেই বলে জানান পুলিশের এই কর্মকর্তার।
মহিউল বলেন, ‘মুসা দুবাই থেকে ওমানের যাওয়ার আগেই ওমানে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তার ব্যাপারে তথ্য দেয়া ছিল। আমরা জানিয়ে রেখেছিলাম। দুবাই থেকে ওমান আসার পরপরই তিনি আটক হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘দেশে ফিরিয়ে আনার জন্য আগামী কয়েক দিনের মধ্যেই আমাদের একটি টিমের ওমানে যাওয়ার পরিকল্পনা চলছে।’
গত ২৪ মার্চ রাত ১০টার দিকে শাহজাহানপুরের আমতলা এলাকায় অস্ত্রধারীর গুলিতে নিহত হন গাড়িতে থাকা মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক টিপু।
এলোপাতাড়ি গুলিতে আহত হন গাড়ির পাশে রিকশায় থাকা ২৪ বছর বয়সী কলেজছাত্রী প্রীতি।
এ ঘটনার পরের দিন টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি মামলা করেন। মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়।
মামলার পর ২৬ মার্চ রাতে বগুড়া থেকে শ্যুটার মাসুম মোহাম্মদ ওরফে আকাশকে গ্রেপ্তার করে ডিবি। ২৮ মার্চ তাকে ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেয় আদালত।