চট্টগ্রাম নগরীর বায়েজিদের একটি বাসা থেকে দশম শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুন) সকালে বায়েজিদ নগর আবাসিক এলাকার ড্রিম হোম নামের একটি ভবনের পঞ্চম তলার বাসা থেকে সামিহা নামের ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।
সামিহার পরিবারের দাবি, ধর্ষণের শিকার হয়ে আত্মগ্লানি থেকে ওই কিশোরী আত্মহত্যা করেছেন। তারা জানান, গেলো ৩১ মে ফেসবুকে পরিচয় হওয়া প্রেমিকের সঙ্গে দেখা করতে কক্সবাজার পালিয়ে গিয়েছিলো সামিহা।
সেখানে প্রেমিক তার সঙ্গে দেখা না করলে এক অটোরিকশা চালকের আশ্রয়ে ছিলেন তিনি। ওই চালক তাকে ধর্ষণ করলে সেখান থেকে পুনরায় পালিয়ে বাসায় ফিরে সামিহা। বাসায় ফেরার পরদিন একটি চিরকুট রেখে আত্মহত্যা করে সে।
চিরকুটে মৃত্যুর জন্য তার প্রেমিককে দায়ী করা হয়েছে। আত্মহত্যায় কারও প্ররোচনা রয়েছে কি না তা তদন্তের পাশাপাশি ধর্ষণের অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।