Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নেত্রী বানানোর কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগ, কাউন্সিলর গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জুন ২০২২, ১০:৫৫ PM
আপডেট: ০৩ জুন ২০২২, ১০:৫৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


গাজীপুরের টঙ্গীতে নেত্রী বানানোর কথা বলে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর ফারুক আহমেদকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।  

শুক্রবার দুপুরে টঙ্গীর এরশাদনগর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফারুক আহমেদ টঙ্গীর এরশাদনগর এলাকার মৃত আব্দুল মজিদ বেপারীর ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৪৯নং ওয়ার্ডের কাউন্সিলর।

ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের বরাত দিয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, ‌‘ওই নারী ও কাউন্সিলর পূর্বপরিচিত। সে সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২৩ মে সকালে ওই নারীর বাসায় যান কাউন্সিলর ফারুক আহমেদ। তখন তাকে ঘরে একা পেয়ে নানা ধরনের প্রলোভন দেখান। একপর্যায়ে নেত্রী বানানোর কথা বলে কাউন্সিলর ফারুক ওই নারীকে ধর্ষণচেষ্টা করেন। তখন ভুক্তভোগী নারী চিৎকার করলে তাকে হত্যার হুমকি দিয়ে চলে যান কাউন্সিলর ফারুক। ’

‘শুক্রবার সকালে ভুক্তভোগী নারী কাউন্সিলর ফারুকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার পর দুপুরে অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেফতার করা হয়। আগামীকাল শনিবার তাকে আদালতে পাঠানো হবে’,- বলেন ওসি।

Bootstrap Image Preview