রাজধানীর হাতিরঝিল এলাকার লেকের পাড় থেকে আব্দুল বারী নামে এক ব্যক্তির রক্তক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর বারী (২৭) ডিবিসি নিউজের প্রযোজক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যায়।
আজ বুধবার (০৮ জন) সকাল ৮টার দিকে নিকেতন সংলগ্ন পুলিশ প্লাজার পাশে পার্কের লেকের পাড় থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিকেতনে পুলিশ প্লাজা সংলগ্ন পার্কের লেকের পাড়ে আব্দুল বারীর রক্তাক্ত মরদেহ পড়েছিল। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি ডিবিসি নিউজের প্রযোজক ছিলেন বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। এটি একটি হত্যাকাণ্ড। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।