Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাওনের মায়ের বাসায় ভয়াবহ আগুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জুন ২০২২, ০৩:২৭ PM
আপডেট: ০৯ জুন ২০২২, ০৩:২৭ PM

bdmorning Image Preview


অভিনেত্রী, নির্মাতা ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওনের মায়ের বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসি বিস্ফোরণ থেকে এই আগুন লেগেছে বলে জানা গেছে। বিষয়টি শাওন নিজেই নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (০৯ জুন) দুপুরে তিনি বলেন, ‘আজ ভোরে আমার মায়ের বাসার আমার রুমে এসির বিস্ফোরণ হয়। আমাদের সবাই অক্ষত আছে, তবে আতঙ্ক কাজ করছে। সবাই আমাদের জন্য দোয়া করেন। ’

এদিকে ফেসবুকে এই তারকা লেখেন, ‘আজ ভোর ৫ টায় গুলশান-১ এ আমার মা’র বাসায় আমার রুমের এসির বিস্ফোরণ হয়ে ভয়াবহভাবে আগুন ধরে গিয়েছিল। বাসার কারো কোনো শারীরিক ক্ষতি হয়নি তবে মানসিকভাবে সবাই বিপর্যস্ত। আর আমার ঘরের পর্দা, বই, খাটসহ সব পুড়ে গেছে!’ 

তবে ভাগ্যক্রমে বিস্ফোরণের সময় শাওন বাসায় ছিলেন না বলে জানিয়েছেন। এই নিয়ে তিনি লেখেন, ‘মাত্র ক’দিন আগেই নানাবাড়িতে বেড়াতে গিয়ে ছোটপুত্র নিনিত একাই ঐ ঘরে থেকেছে! আর পুত্রদ্বয়সহ আমি গেলে তো ও ঘরেই থাকি! আজ আমরা ওখানে থাকলে যে কি হতো এই ভেবে এখনো শিউরে উঠছি!’

ঘটনার বর্ণনা দিয়ে শাওন লেখেন, ‘ঘরের মেঝেতে অনেকদিনের পুরনো রান্নার খালা ঘুমচ্ছিলেন। তিনিই প্রথম শব্দ শোনেন এবং আগুন দেখতে পান। তিনি বলেছেন, এসি ছাড়া হয়নি। যদিও ফায়ার সার্ভিসের লোক জানিয়েছেন এসির সুইচ অন ছিল! ধারনা করা যাচ্ছে ভোরের দিকে গরম সহ্য করতে না পেরে হয়তো রান্নার খালাই এসি ছেড়েছিলেন!’

সামাজিক মাধ্যমে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘর ও নানা আসবাবপত্রের ছবিও শেয়ার করেছেন এই তারকা। 

Bootstrap Image Preview