নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইরে দাম্পত্য কলহের জেরে স্ত্রীর ঠোঁট ও গাল কামড়ে রক্তাক্ত করেছেন স্বামী। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মিলন ঝালকাঠি সদর থানার খাগটিয়া এলাকার আব্দুস সোবহানের ছেলে ও ফতুল্লার মাসদাইর পাকাপুলের বাসিন্দা। বুধবার মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী ফারজিনা আক্তার স্বামী মিলনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।
মামলায় উল্লেখ করায় হয় যে, মিলনকে ভালোবেসে চলতি বছরের ২৯ এপ্রিল বিয়ে করেন ফারজিনা। তিনি মাসদাইর ফারিয়া গার্মেন্টসে চাকরি করেন। কাজ থেকে বাসায় ফিরতে দেরি হইলে তার স্বামী প্রতিনিয়ত তাকে সন্দেহ, গালিগালাজ ও মারধর করতো। প্রতিদিনের মতো বুধবার সকাল ৮টার দিকে তিনি কাজে চলে যান। ছুটি হতে দেরি হওয়ায় বাসায় ফিরতে রাত সোয়া ১২টা বেজে যায়। এ কারণে তার স্বামী মিলন প্রথমে গালিগালাজ করে। এক পর্যায়ে মারধরসহ ঠোঁট ও ডান গালে কামড় দিয়ে মাংস তুলে নেয়। ঐ সময় ফারজিনা চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
ফারজিনা আক্তার জানান, মারধরের সময় মিলন তার সঙ্গে থাকা বেতনের ১৫ হাজার টাকা ও গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার এসআই হাফিজুর জানান, মামলা হয়েছে। অভিযুক্ত মিলনকে গ্রেফতার করা হয়েছে।