Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২০০ টাকায় মিলছে মিয়া খলিফা চাপ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০২২, ১১:৪৭ AM
আপডেট: ১১ জুন ২০২২, ১১:৪৭ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


অভিনেতা- অভিনেত্রীদের নামে খাবারের নাম করার বিষয়টা এই প্রথম নয়। এর আগেও দার্জিলিংয়ে ‘কারিনা‘জ তিরামিসু’, ম্মুবাইয়ে ‘সঞ্জু বাবার চিকেন’ টেক্সাসে এক রেস্তোরাঁ দীপিকার নামে দোসা বিক্রি করে বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

তবে এটাই যে প্রথমবার তা কিন্তু নয়। এর আগেও রেস্তোরাঁয় খাবারের নামকরণ করা হয়েছে একাধিক তারকার নামে। কখনও মল্লিকা শেরওয়াত, কখনও দীপিকা পাডুকোন আবার কখনও কারিনা কাপুরের নামে। সানির নামে ডিশের নাম দেওয়া হয়েছে দেশের একাধিক রেস্তোরাঁয়। আর এই ডিশের ব্যাপারে সানির অজানা নয়। বিষয়টি তিনি বেশ উপভোগ করেন। 

শুনলে অবাক হবেন, দিল্লির ডিফেন্স কলোনির ‘ভিরজি মালাই চাপওয়ালে’ নামের এক রেস্তোরাঁ সানি লিওনি ও মিয়া খালিফার নামে চাঁপ বিক্রি করে। তবে এই রেস্তোরাঁর সব পদই কিন্তু নিরামিষ! নাম শুনে আবার আমিষ ভেবে ভুল করবেন না যেন! দিল্লি গেলে এক বার চেখে দেখতেই পারেন এই সব পদ। ‘সানি লিওন চাপ’ চেখে দেখতে চাইলে গুনতে হবে ২০০ টাকা। ‘মিয়া খলিফা চাপ’-এর দামও প্রায় একই।

তবে এই রেস্তোরাঁর সব পদই কিন্তু নিরামিষ! নাম শুনে আবার আমিষ ভেবে ভুল করবেন না যেন! দিল্লি গেলে এক বার চেখে দেখতেই পারেন এই সব পদ।

‘ভিরজি মালাই চাপওয়ালে’ রেস্তোরাঁর মেনু কার্ড ও দোকানের সাইনবোর্ডে দেওয়া রয়েছে এসব চাপের বিজ্ঞাপন। সেখানে, ‘সানি লিওন চাপ’, ‘মিয়া খলিফা চাপ’, ‘বেবি ডল চাপ’ রয়েছে। ওই ডিশের নাম দেওয়া হয়েছে সানি লিওনের সিনেমা ‘রাগিনী এমএমএস ২’-এর গান থেকে। এলাকাবাসী এই পদগুলি চেখে দেখার জন্য ভিড় জমাচ্ছেন।

Bootstrap Image Preview