নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ভারতে মহানবী হযরত মোহাম্মদ (সা.) ও হযরত আয়েশা সিদ্দিকা (সা.)-কে ভারতে বিজেপি নেত্রীর কটূক্তির প্রতিবাদ জানাচ্ছেন সিলেটের ব্যবসায়ীরা।
বুধবার সকাল থেকেই বন্ধ রয়েছে নগরের প্রায় সকল ব্যবসা প্রতিষ্ঠান। ছোট ছোট কিছু দোকান খুললেও বন্ধ রয়েছে নগরের সব বিপনি বিতান। মহানবীকে কটূক্তির প্রতিবাদে ও কটূক্তিকারীদের শাস্তির দাবিতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের এই কর্মসূচির ডাক দেয় সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ। সংগঠনের পক্ষ থেকে সকাল ৬টা থেকে বেলা ১টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানানো হয়।
কর্মসূচির সমর্থনে গত কয়েকদিন ধরেই নগরে লিফলেট বিতরণ ও মাইকিংসহ বিভিন্ন প্রচার কার্যক্রম চালিয়েছে সংগঠনটি।
বুধবার সকালে নগরের বন্ধরবাজার, জিন্দাবাজার, আম্বরখানা, নয়াসড়ক, রিকাবিবাজার, লামাবাজার ও কাজিটুলা এলাকা ঘুরে দেখা যায়, ছোট কিছু মুদি দোকান ছাড়া বেশিরভাগ দোকানই বন্ধ। এসব এলাকার সব বিপনি বিতানের ফটক তালাবদ্ধ। ফটকের সামনে কর্মসূচির সমর্থনে ব্যানার ঝুলানো রয়েছে।
তবে কর্মসূচির ডাক দেয়া সংগঠনের কাউকেই সকালে এসব এলাকায় দেখা যায়নি। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে সিলেটে। ফলে রাস্তাঘাটও ফাঁকা। দোকানপাট বন্ধ থাকলেও খোলা রয়েছে অফিস ও আর্থিক প্রতিষ্ঠান।
কর্মসূচির সমর্থনে দোকান বন্ধ রেখেছেন নগরের আল আমরা শপিং সেন্টারের ব্যবসায়ী আতিকুল ইসলাম।
আতিকুল ইসলাম বলেন, ‘ব্যবসায়ী সমিতি যে দাবিতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ডাক দিয়েছে, তার সঙ্গে আমরা সকলেই একমত। তাই আমরা দোকানপাট বন্ধ রেখেছি।’
মহানবীকে নিয়ে বিজেপি নেত্রীর মন্তব্যে কষ্ট পেয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা এমন কটূক্তিকারীদের শাস্তি চাই।’
ভারতে কটূক্তির প্রতিবাদে বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার যৌক্তিকতা খুঁজে পান না নয়াসড়ক এলাকার এক ব্যবসায়ী। নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যবসায়ী বলেন, ‘কটূক্তি করা হয়েছে ভারতে। কিন্তু আমরা কেন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে নিজেদের ক্ষতি করব। এমন না যে আমরা দোকানপাট বন্ধ রাখলে ভারতের ক্ষতি হয়ে যাবে। এমন কর্মসূচিতে কেবল নিজেদেরই ক্ষতি হবে।’
সমিতির ডাকে ইচ্ছে না থাকলেও দোকান বন্ধ রেখেছেন রিকাবিবাজার এলাকার আরেক ব্যবসায়ী। নাম প্রকাশ না করে তিনি বলেন, ‘দাবির সঙ্গে আমার দ্বিমত নেই, তবে কর্মসূচির ব্যাপারে আছে। তবু আমি দোকান খুলিনি, কেউ যদি ভেঙে ফেলে এই ভয়ে।’
তবে মহানবীর প্রতি ভালোবাসা থেকেই এমন কর্মসূচি দেয়া হয়েছে জানিয়ে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মকন মিয়া বলেন, ‘আমরা কাউকে জোর করিনি, আহ্বান জানিয়েছি কেবল। এমনকি আজকে আমরা ঘর থেকেও বের হইনি। দোকান বন্ধ রেখে বাসায় আছি। নবীর প্রতি ভালোবাসা থেকে ব্যবসায়ীরা স্বতস্ফুর্তভাবে আমাদের আহ্বানে সাড়া দিয়ে দোকানপাট বন্ধ রেখেছেন।’
তবে মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেন, ‘১১টার পর আমাদের কয়েকটি টিম নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখবে সব দোকানপাট বন্ধ আছে কি না।’
আরও বলেন, ‘আমরা কাউকে জোরজবরদস্তি করব না। তবে এটা সকলের নৈতিক দায়িত্ব। আমরা মহানবীর কটূক্তিকারীদের শাস্তি চাই।’
সম্প্রতি ভারতের একটি টেলিভিশনের বিতর্ক অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করেন সে দেশের ক্ষমতাসীন দলের নেত্রী নূপুর শর্মা। ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে- এমন অভিযোগে তার কটূক্তির প্রতিবাদে দেশে-বিদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ অবস্থায় নূপুরকে ইতোমধ্যেই দল থেকে বহিষ্কার করেছে বিজেপি।