Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নামাজ শেষে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০২২, ০৯:৪৬ PM
আপডেট: ১৭ জুন ২০২২, ০৯:৪৬ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


মাদারীপুরের নামাজ শেষে খাট থেকে নামার সময় সাপের কামড়ে সাবিকুন নাহার (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ভদ্রাসন ইউনিয়নের তাহের মাদবরের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সাবিকুন নাহার ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন মাদবরের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে এশার নামাজ শেষে বিছানা থেকে নামছিলেন তিনি। এ সময় খাটের নিচে থাকা সাপ তাকে পর পর দুটি কামড় দেয়। তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিরাজ হোসেন বলেন, সাপের কামড়ে তিনি মারা গেছেন বলে জানাতে পেরেছি। আহত অবস্থায় তাকে মাদারীপুর হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

Bootstrap Image Preview