Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘জুমে’ বিয়ে করলেন মৌসুমী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০২২, ১২:২৪ PM
আপডেট: ১৯ জুন ২০২২, ১২:২৪ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বিয়ে করলেন সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েস’ থেকে পরিচিতি পাওয়া গায়িকা আয়েশা মৌসুমী। তবে একটু ব্যতিক্রমভাবে বিয়ের কাজটি সম্পন্ন করলেন এই গায়িকা। করোনাকালীন সময়ে জনপ্রিয়তা পাওয়া জুম মিটিংয়ে বিয়ে সেরেছেন এই গায়িকা।

গত ১৭ জুন ছিল তার জন্মদিন। আর জন্মদিনেই অনলাইনে জুম মিটিংয়ের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। পাত্র যুক্তরাষ্ট্র প্রবাসী তসলিম মজুমদার। বর নিউইয়র্ক আর কনে ঢাকায় ল্যাপটপে জুম অ্যাপে যুক্ত হয়ে কবুল করে নিয়েছেন একে অপরকে। তবে দুই দেশেই তখন বর-কনের পাশে ছিলেন তাদের স্বজনরা। আর বিয়ের কাবিন ধার্য হয়েছে মাত্র ৫০১ টাকা।

জুমে বিয়ে প্রসঙ্গে গায়িকার ভাষ্য, ‘প্ল্যান করি অনলাইনে বিয়ে করার। তাতে দুই পরিবার থেকেও সাড়া পাই। তাই শুভ কাজটি সারতে আর দেরি করিনি। মাস কয়েক পর তসলিম দেশে আসছে। তখন একসঙ্গে বড় আয়োজন করার পরিকল্পনা আছে।’

Bootstrap Image Preview