দেশের উত্তর-পূর্ব অঞ্চলের জেলা সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতের মেঘালয়ে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢল নেমে আসছে সিলেট অঞ্চলের দিকে। ফলে এই অঞ্চলের গ্রাম-শহর, রাস্তাঘাট সব ডুবে গেছে। এমনকি হাজারো মানুষের বাড়িঘর ডুবে গেছে। শহর এলাকার ভবনেও কয়েক ফুট করে পানি উঠেছে।
এ অবস্থায় স্থানীয় প্রশাসনকে উদ্ধার তৎপরতায় সহযোগিতা ও মানবিক কার্যক্রমে অংশ নিতে মাঠে নেমেছে সেনাবাহিনী ও নৌবাহিনী।
এমন পরিস্থিতিতে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারী। শনিবার (১৮ জুন) বিকালে মালয়েশিয়া থেকে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।
মিজানুর রহমান আজহারী লেখেন, মানবিক বিপর্যয়ের মুখে সিলেট! হে আরশের মালিক, সিলেটবাসীর উপর রহম করুন।
গত মাসের শেষের দিকে একবার বন্যায় আক্রান্ত হয়েছিল সিলেট। এ নিয়ে এই অঞ্চলে চলতি বছরে সর্বমোট তিনদফা বন্যা দেখা দিয়েছে।
বন্যার প্রথম পর্যায়ে সিলেটে সরকারি-বেসরকারি সেবা সংস্থাগুলোর পাশাপাশি বিভিন্ন ইসলামি সংগঠন ও ফাউন্ডেশনগুলোর কার্যক্রম ছিলো বেশ চোখে পড়ার মতো। তবে বর্তমানে সেখানকার পরিস্থিতি বেশ ভয়াবহ। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনায় আবারো সর্বমহল থেকে জোরালোভাবে সহযোগিতার হাত বাড়ানো দরকার।
আসুন, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সহযোগীতার হাত বাড়াই ও আন্তরিক দু’আ অব্যাহত রাখি।