Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথে ফেরি চলাচল বন্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন ২০২২, ১১:৪১ PM
আপডেট: ১৯ জুন ২০২২, ১১:৪১ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


মুন্সীগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের মাঝিরকান্দি নৌপথে স্রোতের কারণ দেখিয়ে ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)। 

রোবববার রাত পৌনে ১০টার দিকে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহ-মহাব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুটের জাজিরা সেনাবাহিনীর জেটির কাছে ঘূর্ণি স্রোত অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও জানান, শিমুলিয়া প্রান্তে ১৪০টি যান ও মাঝিরকান্দিতে ১৫০টি যান পারাপারের অপেক্ষায় রয়েছে। দু’পাড়ের ঘাটেই মাইকিং করে ফেরি বন্ধের ঘোষণা দেওয়া হয়। অপেক্ষমান যানগুলোকে বিকল্প পথে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

এমন আকস্মিক ঘোষণায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়ায় ঘাটে অপেক্ষমাণ যানবাহন ও যাত্রীরা বিপাকে পড়েছেন।

এর আগে স্রোতের কারণে পদ্মা সেতুর নিচ দিয়ে শিমুলিয়া-বাংলাবাজার রুটে গত ২৬ মে থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এখন শিমুলিয়া থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি দুটি নৌপথেই ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হলো। তবে এই নৌপথে ৮৭টি লঞ্চ এবং ১৫৫টি স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে।

Bootstrap Image Preview