Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নারীকে অন্তঃসত্ত্বা করেছেন একাই, তবু পিতৃদিবসে নিঃসঙ্গ প্রৌঢ়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০২২, ০৪:১১ PM
আপডেট: ২০ জুন ২০২২, ০৪:১১ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


যে নারীরা চেয়েও মা হতে পারছেন না, তাঁদের মাতৃত্বের স্বাদ দেন ইংল্যান্ডের বাসিন্দা জো। দেড় শতাধিক মহিলাকে মাতৃত্বের স্বাদ দিয়েছেন তিনি। ১৬০ সন্তানের পিতা, অথচ পিতৃদিবসে ৫১ বছর বয়সি জো-এর সঙ্গে দেখা করার মতো নেই কেউই।

আইভিএফ, শুক্রাণু দান থেকে পুরোদস্তুর শারীরিক মিলন, একাধিক পদ্ধতিতে নারীদের মাতৃত্বের আকাঙ্ক্ষা পূরণ করেন জো। নেটমাধ্যমে করতে হয় যোগাযোগ। এখনও পর্যন্ত অন্তত ২০০ জন মহিলা মা হওয়ার জন্য তাঁর সাহায্য চেয়েছেন বলে দাবি জো-এর। নিজে ইংল্যান্ডের বাসিন্দা হলেও আমেরিকা, আর্জেন্টিনা, ইটালি, সিঙ্গাপুর, ফিলিপিন্সের মতো দেশে গিয়েও সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

সারা পৃথিবীতে ১৬০ সন্তান থাকলেও, পিতৃদিবসে কার্যত একাই সময় কাটাতে হচ্ছে তাঁকে। স্থানীয় একটি সংবাদ সংস্থাকে জো জানিয়েছেন, অধিকাংশ ক্ষেত্রেই সন্তানের থেকে গোপন রাখা হয় তাঁর পরিচয়। তাই সন্তানদের সঙ্গে আলাপ করার কোনও সুযোগ তাঁর নেই বললেই চলে। সন্তানদের কেউ কেউ ফোন করলেও দেখা করে না। জো-এর আশা অন্তত ১০ থেকে ১২ জন পিতৃদিবসে ফোন করলেও করতে পারে। তবে দেখা করার মতো কেউ নেই, এ কথাও জানান তিনি।

Bootstrap Image Preview