Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নারীর গোসলের ভিডিও ধারণ, পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জুন ২০২২, ০৫:০৭ PM
আপডেট: ২১ জুন ২০২২, ০৫:০৭ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


সাভারের আশুলিয়ায় গোপনে গৃহবধূর গোসলের ভিডিও ধারণ ও অনৈতিক কাজের জন্য ব্ল্যাকমেইল করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার (২১ জুন) সকালে আসামি মোফাজ্জল হোসেন নামের ব্যক্তিকে আটক করে আশুলিয়া থানার পুলিশ। পরে পর্নোগ্রাফি মামলায়  গ্রেপ্তার দেখিয়ে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার মোফাজ্জল হোসেন নেত্রকোনা জেলার বারহাট্টা থানার দেওপুর গ্রামের আব্দুল মান্নাফের ছেলে। তিনি আশুলিয়ার জিরাবোতে ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে চাকরি করেন।

এজাহার সূত্রে ও ভুক্তভোগী নারী জানান, মোফাজ্জল তার প্রতিবেশী। সেই সুযোগে গোপনে তার গোসলের ভিডিও ধারণ করে অনৈতিক কাজের জন্য ব্ল্যাকমেইল করেন। তিনি ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী জানান, এ ঘটনায় মোফাজ্জল নামের এক যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠনো হয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে।

Bootstrap Image Preview