Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পর্ন তারকার সঙ্গেও সম্পর্ক ছিল রোনালদিনহোর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জুন ২০২২, ০৫:৫৩ PM
আপডেট: ২১ জুন ২০২২, ০৫:৫৩ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


উত্থান-পতনের এক জ্বলন্ত উদাহরণ হলো ব্রাজিলিয়ান সুপারস্টা রোনালদিনহোর জীবন। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি বর্ণিল ক্যারিয়ার যেমন আছে, তেমনই আছে বেপরোয়া জীবন ঘিরে অসংখ্য বিতর্ক। ইটালির ক্লাব এসি মিলানে খেলার সময় এক পর্ন তারকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রোনালদিনহো। দুই মাস সেই সম্পর্ক ছিল।

ফুটবলারদের একাধিক সম্পর্কে জড়ানো নতুন নয়। তবে পর্ন তারকার সঙ্গে সম্পর্ক খুব একটা দেখা যায় না।

ফুটবলাররা বেশির ভাগ ক্ষেত্রেই খ্যাতিমান কোনো মডেলের সঙ্গে সম্পর্কে জড়ান। রোনালদিনহোর মতো ইংল্যান্ডের এক ফুটবলার আবার খেলা ছেড়ে পর্ন ইন্ডাস্ট্রিতে যুক্ত হয়ে গিয়েছিলেন। এসি মিলানে থাকাকালীন পর্ন তারকা সারা তোমাসির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন রোনালদিনহো। তবে মাত্র দুই মাস স্থায়ী হয়েছিল তাদের সম্পর্ক। পরে সারা জানিয়েছিলেন, ওই দুই মাসে তারা 'যথেষ্ট মজা' করেছিলেন।

সাউদাম্পটনের যুব অ্যাকাডেমির ফুটবলার ছিলেন ড্যানি মাউন্টেন। মাত্র ১৬ বছর বয়সে হাঁটুর চোটে তার ফুটবলজীবন শেষ হয়ে যায়। এর পরে পর্ন ইন্ডাস্ট্রিতে যোগ দেন তিনি। পর্ন তারকা মিয়া মালকোভার সঙ্গে তার সম্পর্ক ছিল। মাত্র তিন মাস পর্ন ইন্ডাস্ট্রিতে ছিলেন মিয়া খলিফা। তিনি লন্ডনের ওয়েস্ট হ্যাম ক্লাবের সমর্থক ছিলেন। সেই ক্লাবেরই ফুটবলার লুকাস পেরেজের সঙ্গে তার কিছুদিন সম্পর্ক ছিল তার। ওয়েস্ট হ্যামের বহু ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছিল তাকে।

Bootstrap Image Preview