Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রী বললেন ‘ভুল করে ফেলছি, মাফ করে দেন’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০২২, ১১:২১ AM
আপডেট: ২৩ জুন ২০২২, ১১:২১ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


ফরিদপুরের মধুখালীতে স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেছেন স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত ৬০ বছর বয়সী টুটু খাতুনকে আটক করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে মধুখালী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পশ্চিম গাড়াখোলা মহল্লায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর নাম রাসেল বিশ্বাস। ৫৫ বছর বয়সী রাসেল গাড়াখোলা মহল্লার আব্দুস সাত্তার বিশ্বাসের ছেলে। তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, অভাবের কারণে রাসেলকে তালাক দিয়ে চলে যান আগের দুই স্ত্রী। এরপর বয়সে বড় কামালদিয়া গ্রামের টুটুকে বিয়ে করেন তিনি। তারা নিঃসন্তান ছিলেন।

রাসেলের ছোট ভাই তোফাজ্জেল বিশ্বাস বলেন, বৃহস্পতিবার রাত ১০টার পর গোঙানোর আওয়াজ পেয়ে ঘরে গিয়ে দেখি ভাইয়ের পুরুষাঙ্গ থেকে রক্ত বের হচ্ছে। এরপর তাকে হাসপাতালে নেয়া হয়। তবে স্বামীর পুরুষাঙ্গ কাটার কথা স্বীকার করে টুটু বলেন- ‘ভুল করে ফেলছি মাফ করে দেন’।

মধুখালী থানার এসআই অজয় বালা বলেন, রাসেলের পুরুষাঙ্গের দুই-তৃতীয়াংশ কাটা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার অবস্থা গুরুতর। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী টুটুকে আটক করা হয়েছে।

Bootstrap Image Preview