Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিনেমা হিট, নায়ককে ৪ কোটির গাড়ি উপহার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন ২০২২, ০২:০৬ PM
আপডেট: ২৫ জুন ২০২২, ০২:০৬ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমা মুক্তি পায় গেল ২০ মে। মুক্তির পর বলিউডের এই সিনেমাটি বক্স অফিসে সংগ্রহ ছাড়িয়েছে ১৮০ কোটি রুপির বেশি।নেটফ্লিক্সেও সাড়া ফেলেছে সিনেমাটি।সিনেমাটির এই সাফল্যে বেশ খুশি প্রযোজনা প্রতিষ্ঠান টি সিরিজ। সেই খুশিতে নায়ক কার্তিককে বিশালবহুল গাড়ি উপহার দেওয়া হয়েছে প্রযোজকদের পক্ষ থেকে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন, ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমার সাফল্যে খুশি হয়ে কার্তিককে তিন কোটি ৭৩ লাখ রুপির (বাংলাদেশি মুদ্রায় 8 কোটি টাকার বেশি) ম্যাকলারেন জিটি স্পোর্টস কার উপহার দিয়েছেন টিসিরিজের কর্ণধার ভূষণ কুমার। কমলা রঙের এই গাড়ি ভারতে কার্তিক ছাড়া এখনও পর্যন্ত আর কারো কাছে নেই।এমন উপহারের কথা সামাজিকমাধ্যমে শেয়ার করে কার্তিক আরিয়ান মজা করেই লেখেন, পরের উপহার যেন ব্যক্তিগত বিমান হয়।

‘ভুল ভুলাইয়া টু’ সিনেমায় কার্তিক আরিয়ান ছাড়াও কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন কিয়ারা আদভানি ও টাবু। এ ছাড়া রয়েছেন রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র ও অশ্বিনী কালসেকার। সিনেমাটি পরিচালনা করেছেন আনিস বাজমি।

Bootstrap Image Preview