Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পদ্মা সেতু নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিএনপি নেতা গ্রেপ্তার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ জুন ২০২২, ১১:০০ PM
আপডেট: ২৭ জুন ২০২২, ১১:০০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


পদ্মা সেতু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় আবুল কালাম আজাদ (৪২) নামের বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল কালাম আজাদ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। সোমবার রাত পৌনে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।  

এসপি জানান, পদ্মা সেতু উদ্বোধনের আগের দিন একটি নিউজ পোর্টালে ‘পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা যাবে না’ এ শিরোনামে একটি নিউজ প্রকাশ করা হয়।

নিউজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ওই পোর্টালের পেজে শেয়ারের পর সেখানে ‘আই মুতি চবি তলুম’ লিখে নিজ আইডি থেকে একটি কমেন্ট করেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ। পরবর্তীতে বিষয়টি প্রশাসনের নজরে আসে।  

মো. শহীদুল ইসলাম বলেন, বিএনপি নেতা আবুল কালাম আজাদের কমেন্টের বিষয়টি আমাদের নজরে আসার পর সোমবার রাতে বসুরহাট পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মো. শহীদুল ইসলাম আরও বলেন, আপাতত তাকে ৬৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল মঙ্গলবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview