চট্টগ্রামে হালিশহরের কয়েকটি বাড়িতে আগুন লেগেছে। সোমবার (২৭ জুন) রাত ৯টার দিকে মধ্যম হালিশহরের আনন্দ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সমন্বয়ক কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, হালিশহর আনন্দ বাজার বেশ কিছু বসতবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের তিন স্টেশনের পাঁচ ইউনিট আগুন নেভানোর কাজ করছে। কীভাবে আগুন লেগেছে তা অনুসন্ধানে জানা যাবে।